রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ডিলারকে জরিমানা করেছে।
জেলার সদর উপজেলার জগতি এলাকায় কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে দুই ডিলারকে ৩২ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা আফিয়া মাসুমা।
জরিমানাপ্রাপ্ত ডিলাররা হলেন জগতির মুস্তাফিজুর রহমান ও আনোয়ার হোসেন। অভিযানে দেখা যায়, তারা কৃষি বিপণন আইন-২০১৮ এবং কৃষি বিপণন বিধিমালা-২০২১ এবং কৃষি বিপণন নীতি-২০২৩ এর নিয়ম ভঙ্গ করে উপকরণ বাজারজাত ও বিক্রয় করছিলেন। এ কারণে তাঁদের ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের কুষ্টিয়া জেলা বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান। তিনি বলেন, “অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৃষি খাতের সুষ্ঠু বিপণন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ ব্যবসায়ী ও কৃষকের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।” তিনি আরও বলেন, “কৃষি উৎপাদক, চাষি, উদ্যোক্তা এবং কৃষিভিত্তিক শিল্পকে সুরক্ষা দিতে হলে আইন মেনে চলা সবার দায়িত্ব। কৃষি বিপণন আইন ও নীতিমালা মেনে চলুন, দেশ গঠনে ভূমিকা রাখুন।”
অভিযান শেষে কৃষি উপকরণ বিক্রেতাদের সচেতন করতে আইন ও বিধিমালা সংক্রান্ত মৌখিক দিকনির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম