রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” শ্লোগানে সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, জনসংখ্যাকে জন সম্পদে রুপান্তর করতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষ জনগোষ্ঠী কখনোই একটি জাতির জন্য বোঝা নয় বরং তারা দেশের সম্পদ। তাই সংখ্যাগোরিষ্ঠতা জনসংখ্যা যতই হোক না কেন তা দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করতে পারলে তবেই আমরা স্বনির্ভর দেশ গঠনে ভূমিকা রাখতে পারবো। তিনি আরো বলেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা মনে করি আমিই সঠিক বাকি সব ভুল, এমন ধারনা থেকে বেরিয়ে আসতে হবে। রাস্তায় চলতে বিভিন্ন সময় জুরুরী আছে এমন অযুহাতে আমরা উল্টো দিকেই গাড়ি চালিয়ে দেই কিন্তু একবারও ভাবি না আমার সামনে যিনি আছে তারও তো জরুরী থাকতে পারে। তিনি আরো বলেন, ২০২২ সালের দিকে আমাদের পার্শবর্তী দেশ শ্রীলঙ্কা দেওলিয়া হয়েছিল। তাদের বাসায় গ্যাস কেনার টাকা পর্যন্ত ছিল না। তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে আজ তারা কতদুর চলে গেছে। জনসংখ্যাকে জন সম্পদে পরিনত করতে পুরো বিশ্বকে মাথায় রাখতে হবে। শুধু নিজ এলাকা কেন্দ্রিক চিন্তা না করে পুরো বিশ্বকে মাথায় রেখে কাজ করতে অনুরোধ জানান কুষ্টিয়ার এই জেলা প্রশাসক। তারুণ্যের ক্ষমতায়নের জন্য প্রধান শর্ত হলো তারুণ্যকে যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। এর বিকল্প বা শর্টকাট নেই। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ কামাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক হেলাল উজজামান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম প্রমুখ।
পরে বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়া জেলায় কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এসময় জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা দফতরের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।