কে এম রাসেল
তারাশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
১৩ জুলাই খাদ্য অধিদপ্তরের ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব (Fair Price) কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে আগামীকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্বচ্ছ লটারি অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই লটারি আয়োজন করা হবে।
ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। লটারি অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে, যাতে অংশগ্রহণকারী প্রার্থীদের কারো প্রতি পক্ষপাতিত্ব না হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির, সমঝোতা বা দুর্নীতির সুযোগ নেই। সকল অংশগ্রহণকারীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্পআয়ের জনগণের মাঝে কম মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
সতর্ক বার্তা: কোনো ধরণের অনৈতিক প্রভাব বিস্তার, ঘুষ বা সুপারিশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।