রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
ঢাকার মিটফোর্ড হাসপাতালে সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ড ও সারাদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে প্রতিবাদী ছাত্রজনতা।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরের বিজয় চত্বর থেকে বিক্ষোভকারীরা মশাল মিছিল শুরু করে শহরের প্রধান বানিজ্যিক সড়ক এসএস রোড প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মারুফ তালহা, ভিপি ইঞ্জিনিয়ার আবু সাহেদ রঞ্জু, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি সাজ্জাদ ছাব্বির, এনসিপি নেতা রাসেল পারভেজ, ছাত্রনেতা শাহীন, নজরুল ইসলাম, গণ-অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। বক্তারা আরও বলেন, “এই দেশ থেকে চাঁদাবাজি, দখলদারি ও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি সমূলে উৎপাটন করতে হবে। যারা অপকর্মে লিপ্ত, তারা যে দলেরই হোক, তাদের ফ্যাসিস্ট সরকারের মতো দেশ ছাড়তে বাধ্য করা হবে।”বক্তারা আরো বলেন, “২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজির স্থান থাকবে না। জনগণের রক্তের দামে যারা রাজনীতি করে, তাদের জন্য বাংলার মাটিতে ঠাঁই নেই।”
এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রনেতা সাইদ ইসলাম শ্রেষ্ঠ, এবং জেলার ২৪’র জুলাই যোদ্ধারা।
বিক্ষোভকারীরা ঘোষণা দেন, “কোনো অন্যায়-অবিচারের সাথে আপোষ নয়, গণআন্দোলনের মাধ্যমেই হবে গণজাগরণ। নৈরাজ্যের বিরুদ্ধে এই সংগ্রাম চলবেই।”