মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে সাম্প্রতিক সময়ে নব গঠিত কলেজ কমিটির উপর অতর্কিত হামলা ও মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী কলেজ ছাত্র দলের কমিটির।
৩০ জুন (সোমবার) বেলা সাড়ে ১২টায় উপজেলার মাইনীমুখ বাজারে যাওয়ার পথে আনোয়ার হোসেন মঞ্জু, আব্দুস ছামাদ শান্ত ও মোশাররফ হোসেন মিলে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের সভাপতি আহাদ মিয়া, সিনিয়র সহসভাপতি নাজমুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক সাকিব ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের উপর অতর্কিত হামলা করে মারধর চালায়, অকথ্য ভাষায় গালমন্দ করে।
এর আগে উক্ত ব্যক্তিদ্বয় লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের কমিটি গঠনের প্রতিবাদে একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের আয়োজন করে। যাতে নব গঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আমরা দলের আদর্শ, রীতিনীতি ও শৃঙ্খলা পরিপন্থী এহেন কার্যক্রমের তীব্র নিন্দা জ্ঞাপন প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের কমিটির উপর অতর্কিত হামলা সুষ্ঠু বিচার দাবী করছি।