মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ বাজারে সরকারি খাস জমিতে বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে কতিপয় প্রভাবশালী দোকান ঘর নির্মাণ করে প্রায় কোটি টাকার সম্পদ দখলে নেওয়ার অভিযোগ রয়েছ। অভিযোগ ওঠেছে, উপজেলা ভূমি অফিস সংলগ্ন বাজারের সরকারি জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ কাজ অব্যাহত থাকলেও এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, রামগতি - লক্ষ্মীপুর সড়কে লরেন্স বাজারস্হে স্থানীয় প্রভাবশালী চক্রের জনৈক নাসির উদ্দীন, হাজী আলী আকবরের নেতৃত্বে একটি সিন্ডিকেট নিজেদের বিএনপির দলীয় পরিচয় দিয়ে বাজারের খাস খতিয়ান ভূক্ত প্রায় ১৩ শতক জমিতে জোরপূর্বক টিনশেডে ২৬ টি কক্ষ বিশিষ্ট মার্কেট নির্মাণ করে।
দখলকৃত জমিনের পক্ষে এক দখলদার ব্যক্তি দাবি করেন, এটি তাদের জায়গা। দীর্ঘদিন আওয়ামী লীগের লোকজন এর পাশের জমি দকল করেছে। এখন আওয়ামী লীগ না তাদের জমি তারা দখল করছে। সরকারী জমি পাশে রয়েছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি জেনেছেন এবং শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।