রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় মাদক বিরোধী উৎসববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে " ছাত্র-যুবক মিলাও হাত মাদক ব্যাধি নিপাত যাক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার(২৬জুন) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, " মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সর্বস্তরের জনগণ যদি এই "জিরো টলারেন্স" নীতির সাথে একাত্বতা ঘোষনা করে, তবেই মাদক নিয়ন্ত্রণ সহজ হবে আশা করছি। পরিবারের সকল সদস্যেরই পরস্পর পরস্পরের প্রতিদায়িত্ব রয়েছে। সকলে দায়িত্ব পালনে আন্তরিক হউন, পরিবারের কোন সদস্য যাতে মাদকাসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।" জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর আকুব্বারের পরিচালনায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সুজা-উদ্দিন জোর্য়াদার। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা, রোভার স্কাউটস প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।