রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় পানিতে ডুবে জুনায়েদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে জুনায়েদ তার বন্ধুদের সাথে বারুইপাড়া ৭ নং ব্রীজের উপর খেলছিল। এ সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। স্থানীয় জনগণ খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি থেকে শিশুটি লাশ উদ্ধার করে। মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আইয়ুব আলী ঘটনা সত্যতা নিশ্চিত করেন।