মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলা বাইট্টাপাড়ায় ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকাল তিনটায় লংগদু উপজেলা বাইট্টাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
এসময় ভ্রাম্যমাণ আদালত তদন্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মতে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত আইন ২০১০ এর আওতায় দুই ব্যবসায়ীকে চার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেড।
এসময়ে ভ্রাম্যমাণ আদালতের এধরণের অভিযান চলমান থাকবে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ।