লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার সময় নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি আ.ন.ম. ফয়সাল হায়দার তালুকদার।
এসময় অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হারুন এর সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলাম মলিন এর সঞ্চালয়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শদিুল্লাহ মেলকার, সাধারন সম্পাদক নেছারউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা তছির আহমেদসহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন সুন্দর সমাজ গড়তে হলে লেখা পড়ার বিকল্প নাই, তোমরা আগামীর ভবিষ্যত, বাংলাদেশকে উচ্চ শিখরে পৌছাতে তোমাদের ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেম, মূল্যবোদ ও সততার সাথে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্মারক প্রদান করা হয়।