এ জেড সুজন,
নাটোর প্রতিনিধি:-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালপুর উপজেলার বিভিন্ন কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে লালপুর উপজেলা ছাত্রদল।
রবিবার (২২জুন) সকালে উপজেলার বিভিন্ন স্কুল এন্ড কলেজের এই কর্মসূচি পালন করেন ছাত্রদলের কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, কলেজ ছাত্রদলের নেতা সানজিদুর রহমান সিজান, শাওন,
মেহেদী,সোহান,শাহাজাহান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
এ সময় ছাত্রদলের নেতারা বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি পালন করা লক্ষ্যে লালপুরে গাছ লাগিয়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে লালপুরকে সুজের রাঙিয়ে দিতে চাই।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কিছু গাছ উপহার দিয়ে ক্যামেরা বন্দি হন ছাত্রদলের কর্মীরা।