মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১৩ বছর বয়সী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে ইব্রাহিম খলিল নামে এক যুবককে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
জানাযায়, গত (৪ জুন) দুপুর প্রায় ২ টার দিকে ১৩ বছর বয়সী ঐ কিশোরী তার নানু বাড়িতে যাওয়ার পথে, অভিযুক্ত মোঃ ইব্রাহিম খলিল(১৮) তাকে জোর পূর্বক পাশের সেগুনবাগানে নিয়ে ধর্ষণ করে।
অভিযুক্ত ধর্ষক ইব্রাহিম খলিল উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ির রেয়াংকার্যা এলাকার রুহুল আমিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় , ঘটনার দিন ভিকটিম তার নানুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলো, হঠাৎ পথিমধ্যে ধর্ষক খলিল তাকে জোরপূর্বক পাশের সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর ভিকটিম তাহার পরিবারের কাউকে না জানিয়েই তার নানুর বাড়ি ভাঙ্গামুড়া গ্রামে চলে যায়।গতকাল বাড়িতে ফিরে এসে সে তার মা বাবার নিকট উক্ত ঘটনা খুলে বললে, ভিকটিম বাবা-মা তাকে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করলে। লংগদু থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে আসামীকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, ভিকটিমের পরিবার থানায় অভিযোগ করার পর সাথে সাথে ধর্ষককে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ বিসয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।