মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যোগে "বসত বাড়িতে ফল বাগান স্থাপন" শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) উপজেলার মাইনীমুখ ইউনিয়নের উত্তর সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে স্থানীয় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে মতবিনিময় করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ আসিফ মাহমুদ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হোসেন ও উপ সহকারী উদ্যান কর্মকর্তা নাসির উদ্দীন।
এসময়ে প্রধান অতিথি, ফল বাগান স্থাপনের উপযোগী প্রযুক্তি, মাটি প্রস্তুতি, চারা রোপণ, পরিচর্যা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচকরা বক্তব্যে বলেন, "বসতবাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে একদিকে যেমন নিরাপদ ফল উৎপাদন সম্ভব, তেমনি কৃষকের বাড়তি আয়েরও পথ সুগম হবে।
উক্ত কর্মশালার মাধ্যমে ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।