মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে
ব্যক্তি সুবেদার্থে কালভার্ট নির্মাণের অভিযোগ ওঠেছে এলজিইডির বিরুদ্ধে।
পানি নিষ্কাশনের প্রকৃত পথ বন্ধে করায় এলাকার হাজার হাজার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
স্হানীয়দের অভিযোগ উপজেলার চর কাদিরা ইউনিয়ন চরপাগলা গ্রামের ওয়াপদার বেড়ী সংলগ্ন খালটি অনেক পুরনো। দীর্ঘদিন ওই খাল দিয়ে পানি নিষ্কাশনে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত। হঠাৎ উপজেলা এলজিইডির কর্মক্তারা জনভোগান্তি রেখে ব্যক্তি স্বার্থ রক্ষায় সরকারী টাকায় খাল দখল করে এলজিইডি বক্সকালভার্ট নির্মাণ করেন। এতে চলতি বর্ষামৌসুমে কয়েক হাজার পরিবার জলাবদ্ধতার ঝুঁকির আশঙ্কা করছেন।
স্হানীয় মুজাহিদ, ইব্রাহিম, শাহজাহানসহ ভুক্তভোগীরা জানান, এলজিইডি অফিস স্হানীয় জমি মালিকদের থেকে আর্থিক ( লোক মারফতে) মোটা অংকের সুবিধা নিয়ে জনপ্রতিনিধিসহ স্হানী লোকের মাধ্যমে ওয়াপদারবখাল ভরাট করে কালভার্ট নির্মাণ করেন। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের বাধা দিয়েও তাদের ঠেঁকাতে পারে নাই। এলজিইডির সাপোর্টে লোকাল ঠিকাদাররা প্রসনের চোখ ফাঁকি দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করেন।
এতে একদিকে সরকারী জায়গা অবৈধভাবে দখল অন্যদিকে জনভোগান্তি রেখে সরকারী টাকায় কালভার্ট নির্মাণ নজিরবিহীন।
এবিষয় কমলনগর উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।