কাগজ ডেক্স:
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের দুই দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(১৩ জুন) শুক্রবার সকালে উপজেলার মেঘাই নৌকা ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে গত বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার মেঘাই পর্যটন কেন্দ্রের পূর্ব পাশে তিনি গোসলে নেমে নিখোঁজ হন। নিখোঁজ মেরাজুল ইসলাম তমাল (১৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, পরিবারের সাথে বেড়াতে এসে তমালসহ ৩ জন যমুনা নদীতে গোসল করতে নামেন। সেখানে প্রচুর স্রোত থাকায় সাঁতরে দুজন তীরে উঠতে পারলেও তমাল পানিতে তলিয়ে যায়।পরে কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে ব্যর্থ হন।শুক্রবার সকালে মেঘাই নৌকা ঘাটের পাশে তমালের মরদেহ ভেসে ওঠে।পরে মরদেহটি উদ্ধারকরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।