রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় মোটরযানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বুধবার সকালে বটতৈল মোড়ে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩,৪,২৫,২৬,২৮,৪৫ এর বিধান লঙ্ঘনের দায়ে ৬৬,৭৫,৭৬,৭৭,৮৮ ধারায় ৯ জনকে ৪ হাজার ৯শ' টাকা জরিমানা আদায় করেন। এ সময়ে বিআরটিএ'র মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।