রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ থেকে ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের ৬০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) দুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান শুরু করেন।
এঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক যুবককে আটক করে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ১৫–২০ জনের একটি সশস্ত্র দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ হামলা চালায়। তারা ভেতরে ঢুকে প্রায় ৬০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৩ হাজার কেজি চাল লুট হয়।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছিল। তবে জনসমাগম কমে গেলে দুর্বৃত্তরা সুযোগটি কাজে লাগায়।
ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল, দৌলতপুর থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহাবুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় আশেপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “লুট হওয়া চাল উদ্ধারে যৌথভাবে অভিযান চলছে। বাকিগুলোও শিগগিরই উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। এখন পর্যন্ত ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেহেদী হোসেন (২২) নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।"