এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ "চন্দনাইশ উপজেলা শাখার" প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জি: মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক মো হাকিম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনি: সহ-সভাপতি আন্নার আলী, সহ-সভাপতি মো সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক অসীম নাথ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, তথ্য বিষয়ক সম্পাদক শফিউল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউসুফ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মো: নুরুল আবছার, মো তারেক, এম হেলাল উদ্দিন নিরব প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উপজেলা শাখার নেতৃবৃন্দরা ইতিমধ্যে সমাজের বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আরো বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে সংগঠনটি। ন্যায় বিচার আদায়, আইনী সহায়তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন পদক্ষেপে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।