রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের তিন দিন ব্যাপি 'ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব' শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ মেলার উদ্বোধন করেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমূদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী ও বর্ণবর কিউব প্রদর্শনী করা হয়। চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রতিটি দল পরিদর্শন করেন।