মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে রাস্তা সম্প্রসারণ কাজে চলছে খামখেয়ালিপনা ও উদাসিনতা। উপজেলা সদর হতে বাইট্টপাড়া পর্যন্ত ব্যস্ততম এই সড়কটিতে থাকা বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপর রেখেই পিছ ঢালাই কাজ করে যাচ্ছে এলজিইডি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। চলছে নানা গুঞ্জন। জনমনে দেখা দিয়েছে নানাবিধ প্রশ্নের। উপজেলা সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত ব্যস্ততম এই সড়কটিতে পরিকল্পনাহীন ও দায়িত্বহীন কাজ দেখে হতভম্ব উপজেলাবাসী। সরকার পতনের পর নতুন করে এমন অনিয়ম কিছুতেই মেনে নিতে পারছেনা সাধারণ জনগণ। সাধারণ মানুষ বলছেন স্বৈরাচার নিপাত গেলেও তাদের পেতাত্মাগণ এখনো রয়েই গেছে।
এ সম্পর্কে জানতে চাইলে লংগদু উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম বলেন, এলজিইডি পক্ষ হতে প্রায় দশ মাস আগে থেকে বার বার বিদ্যুৎ বিভাগকে চিঠির মাধ্যমে খুঁটি সরানোর বিষয়টি অবহিত করলেও এখনো সড়কের মধ্যে খুঁটিগুলো রয়ে গেছে। তাছাড়া ঠিকাদারের কাজের মেয়াদও শেষ প্রান্তে। তাই জনস্বার্থেই সড়কের কাজ চলমান।
বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী ফয়জুল আলীম (আলো)র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, দ্রুত সময়ে দুই অধিদপ্তরের সমন্বয়ে খুঁটি সরানোর কাজ শুরু করা হবে। এছাড়াও আমাদের দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুল ইসলামকে কাজের ইস্টিমেট তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দীন মাহমুদ বলেন, রাস্তার খুটি সরানোর জন্য উপজেলা প্রকৌশলী বার বার বিদ্যুৎ বিভাগকে অবগত করলেও তারা এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে ইতিমধ্যে আমিও বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, আশা করছি অচিরেই সড়ক থেকে বিদ্যুৎ এর খুঁটি গুলো সরিয়ে নেওয়া হবে।