রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে আলিফ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বাহাদুরপুর ইউপির গোসাইপাড়া গ্রামের তোতা মন্ডলের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
শনিবার (১৭ মে) দুপুরে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেরিবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় দুপুর একটার সময় আলিফ শ্বশুরবাড়ির আত্মীয় শ্যালক আকাশ (১৮) ও রিপনকে (২২) সাথে নিয়ে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেরিবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় আলিফকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা আত্মীয়রা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে অনেক খোঁজাখুঁজি পরে দুপুর আড়াইটার সময় আলিফের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন যুবকটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যালক আকাশ ও রিপন জানান, আলিফ ভাইকে সাথে করে আমরা নৌকা যোগে জুনিয়াদহ বাজারের নিচে হাটখোলাপাড়া বেরিবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে আসি। ভাই সাঁতার ভালো না জানায় হঠাৎ করেই পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পরিবারের লোকজনের কাছে খবর পাঠায়।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।