রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে ৪৭ বিজিবির নায়েক সুবেদার গোলাম ফারুকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি হতে খুলনাগামী ‘‘রূপসা এক্সপ্রেস’’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৮শ' ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। অন্যদিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ২শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণখারিজাথাক নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়াও দৌলতপুর উপজেলার জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ কেজি গাঁজা, কাজীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ৫০ বোতল ফেন্সিডিল, আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ২শ' গ্রাম হেরোইন এবং ৩ কেজি ২শ' গ্রাম গাঁজা উদ্ধার করে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মুল্য ৪২ লক্ষ ৮০ হাহার টাকা। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ বিধি মোতাবেক দৌলতপুর থানায় সাধারণ ডায়েরী হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে।