মোঃ এরশাদ আলী,লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার
রাজনগর জোনের উদ্যোগে স্থানীয় ৬ টি টিমের সমন্বয়ে জোন সদর সংলগ্ন মাঠে "রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৫" এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে (বৃহস্পতিবার) উপজেলার রাজনগর জোন সদর দপ্তর সংলগ্ন মাঠে পূর্ব রাঙ্গীপাড়া এবং সর্বাতলী বয়েজ ক্লাবের মধ্যে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সর্বাতলী বয়েজ ক্লাব ২-০ সেটে পূর্ব রাঙ্গীপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৩৭ বিজিবি'র রাজনগর জোনের জোন কমান্ডার উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি প্রদান, টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন।
এসময় স্থানীয় বেসামরিক প্রশাসন, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়ামোদি সহস্রাধিক পাহাড়ি-বাঙালি দর্শকের সমাগম ঘটে। পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময়ে জোন কমান্ডার বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি বিজিবি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে বুকে ধারণ করে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান, ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, হতদরিদ্র ও অসুস্থ্য ব্যক্তিদের চিকিrসার জন্য নগদ অর্থ প্রদান এবং বেকারত্ব দূরীকরণে সেলাই মেশিন বিতরণ সহ নানাবিধ
সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে, মাদকাসক্তি থেকে যুব সমাজকে দেয় মুক্তি এবং সর্বোপরি প্রতিবেশীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বৃদ্ধি করে। পার্বত্য অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে শান্তি, সম্প্রীতি বজায় রাখার লক্ষে রাজনগর বিজিবি জোন কর্তৃক এ ধরনের উদ্যোগ আগামী দিনেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
উল্লেখ্য যে, গত ৭ মে ২০২৫ থেকে রাজনগর জোন কমান্ডার কর্তৃক উক্ত ভলিবল খেলার উদ্বোধনী ঘোষণা করা হয়েছিল। উক্ত টুর্নামেন্টে মোট ৬ টীম অংশ গ্রহণ করে পূর্ব রাঙ্গীপাড়া ও সর্বাতলী বয়েজ ক্লাব ফাইনালে উপনীত হয়।