রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় বজ্রপাতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার মিরপুর উপজেলার বলবাড়িয়া ইউনিয়নের নওদা খাড়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায় নওদা খাড়ারা গ্রামের শামসুদ্দিনের ছেলে বিজয় (২১) ও একই গ্রামের আক্কাসের ছেলে সুজন (৩০) মাঠে ধান ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে তারা দুজন আহত হয়। পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয়ের মৃত্যু হয়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।