রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিলগাথুয়া বিওপির সংলগ্ন সীমান্ত পিলার ১৫০/৩-এস এর নিকট বাংলাদেশ অংশে সীমান্তের শূন্য লাইনের পাশে বিজিবি কুষ্টিয়া সেক্টর এবং বিএসএফ বহরমপুর সেক্টরের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বহরমপুর সেক্টরের সেক্টর কমান্ডার অনিল কুমার সিনহাকে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম ও মেজর আমিনুল রহমানসহ ১ জন কোম্পানি কমান্ডার এবং ১ জন বিজিবি কমান্ডার উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফের পক্ষে ১১ বিজনপুর ব্যাটালিয়নের কমান্ডার শংকর প্রসাদ সাহা, বহরমপুর সেক্টরে ১ জন স্টাফ অফিসার, ১ জন কোম্পানি কমান্ডার এবং ১ জন বিএসএফ কমান্ডার অংশগ্রহণ করেন। সৌজন্য সাক্ষাতে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে যে কোনো কাঠামো বা স্থাপনা নির্মাণে ভারত - বাংলাদেশ যৌথ সীমান্ত নির্দেশিকা ১৯৭৫ অনুসারে এটি সীমান্ত হত্যাকাণ্ড রোধে প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে গ্রহণযোগ্য এবং ভবিষ্যতে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। এজন্য যে কোন সমস্যা সমাধানে নিয়মিত এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজন হলে দ্রুত উদ্যোগ গ্রহণের আলোচনার এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উক্ত সমস্যাগুলোর সমাধান করতে হবে। যাতে কোন রকম তথ্য আদান প্রদানে ব্যাঘাত সৃষ্টি না হয় মর্মে ব্যাটালিয়ন বিএসএফ সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডারের সাথে একমত পোষণ করেন।