মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর হেলিপেট এলাকায় ট্রলি (ছয় চাকা) গাড়ি দূর্ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার সাগরের মৃত্যু হয়েছে। এর আগে দূর্ঘটনা স্থলেই মৃত্যু হয় বিজয় চাকমার।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের মেরিন সিটি কলেজ হাসপাতলে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। নিহত সাগর (৩০) উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের হেলিপেড এলাকার বাসিন্দা সেকান্দর আলীর পুত্র।
এর আগে, গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগরকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই দীর্ঘ চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
পারিবারিক তথ্যমতে জানা যায়, সকাল ৮টায় সাগরের মৃত্যু হলে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে লাশ সহ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন পরিবারের লোকজন এবং বাড়ীতে দাফন কাপনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, গত ৯ মে শুক্রবার দিবারাত ৯টার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় মালামাল বোঝাই করে নিয়ে আসার পথে ট্রলিগাড়ি (ছয়চাকা) উল্টে ঘটনাস্থলেই নিহত হন হেলপার বিজয় চাকমা এবং গুরুতর অবস্থায় ড্রাইভার সাগরকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল।