মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার গুলশাখালীতে ৫ বছরের শিশু কন্যাকে চকলেটের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করা হয়েছে।
অপরাধ প্রবনতা যেন দিনদিন বেড়েই চলেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলাধীন গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় ৫৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষক উপজেলা গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার মৃত রুস্তম আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। তিনি সোনারগাঁও এলাকার বাসিন্দা ও একজন দোকানদার।
ভিকটিমের পিতা জানান, দুপুর ১টার দিকে মেয়েকে বিস্কুুট আনতে দোকানে পাঠাই। মেয়ে দোকান থেকে ফিরতে দেরি হলে কারণ জিজ্ঞেস করলে সে প্রথমে বলে কান্না করছে, পরে আমি ও আমার স্ত্রী খেয়াল করে দেখি মেয়ের পায়জামা ভিজা। পরে ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে জানায়, দোকানে গেলে মেয়েকে দোকানদার তাকে চকলেট দিবে বলে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে যেকোন এক ধরণের তৈল ব্যবহার করে তাকে খারাপ কাজ করে।
স্থানীয় ইউপি মেম্বার খোকন জানায়, ঘটনা শুনে আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি আমাদের সাথে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখে প্রাথমিক আলামত মিলেছে বলে নিশ্চিত করেন।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিৎ দেবনাথ বলেন, কবর পেয়ে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ ও আলামত সংগ্রহ করে নিশ্চিত হয়ে ধর্ষককে আটক করে থানায় আনা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।