রামগতি কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :
লক্ষীপুরের কমলনগরে জাতীয় স্থানীয় ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা স্পন্দনকক্ষে এসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রাহাত উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার লক্ষীপুরের উপপরিচালক মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ সাব্যচাষী নাথ,কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ও কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহ । অনুষ্ঠানে শেষে তিনজন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট-সনদ প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়া মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মাঝে সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।