মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
আজ মহান মে দিবস। এ উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি লংগদুতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, লংগদু।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মোঃ আকবর হোসেন ও লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মিডিয়া কর্মীগণ।
আলোচনা সভায় বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে ৮০ টি দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন পালন হলেও এখনো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হচ্ছে।