মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায মুজুরি ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
১ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে রূপ নেয়। র্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন বলেন, শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে দিবসটি পালিত হচ্ছে। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায মুজুরী প্রদানের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খন্দকার মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণের ফেডারেশনের ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ সহ ইজিবাইক সমিতি, মোটরসাইকেল সমিতি, রাজমিস্ত্রী-কাঠমিস্ত্রী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদ মাঠে বেলুন ফুটানো, হাঁড়িভাঙ্গা ও রশি টানাটানির আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।